ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

দু’দিন পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫২, আগস্ট ২৫, ২০২৪
দু’দিন পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সচল

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বন্যার পানিতে রেলসেতু ডুবে গিয়ে সিলেট অঞ্চলের সঙ্গে বন্ধ হওয়া সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টায় শায়েস্তাগঞ্জ জংশনে কর্মরত স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল সোয়া ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জ জংশনে আসে। পরে সিলেট স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ৭টায়।

তিনি বলেন, এখন থেকে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রেল পথে ৬টি ট্রেন আগের নিয়মেই চলাচল করবে। রেলপথের কোথাও বন্যায় বড় রকম ক্ষতি না হওয়ায় পানি নেমে যাওয়ার পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

গত বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জের পুরান বাজারে খোয়াই নদীর ওপরে রেলওয়ে সেতুটি ডুবে যায়। ফলে সেদিন দুপুরে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।