ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় আন্দোলনে নিহত-আহত পরিবারকে বিজিবির সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
সাতক্ষীরায় আন্দোলনে নিহত-আহত পরিবারকে বিজিবির সহায়তা

সাতক্ষীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত সাতক্ষীরার তিনজনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি।

রোববার (২৫ আগস্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক তাদের পরিবারের সদস্যদের কাছে এই অর্থ হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, জামায়াত নেতা শাহাদাত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ।

ছাত্র আন্দোলনে নিহত সাতক্ষীরার দেবহাটা উপজেলার আসিফ হোসেন, আহত আশাশুনি উপজেলার প্রতাপ নগরের মো. আমান উল্লাহ ও সাতক্ষীরা সদরের পাঁচরকি গ্রামের জিল্লুর রহমানের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।