ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে লিখেছেন, আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হলো।
মোদি আরও লিখেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। সেখানেও পরিস্থিতি দ্রুত যাতে স্বাভাবিক হয় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষার বন্দোবস্ত করা নিয়েও কথা হয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পোল্যান্ড ও ইউক্রেন সফরে গিয়েছিলেন। ফিরে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
টিআর/আরআইএস