লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সেবাগ্রামে মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহম্মেদ বলেন, নদীর পানি থেকে ১০ ফুট উঁচু তীরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে প্রায় দুই সপ্তাহ আগে ওই ব্যক্তি মারা গেছে। এরপর নদীর স্রোতের সঙ্গে গভেসে আসে মরদেহটি। পুরো শরীরের চামড়া উঠে গেছে। চেনার কোন উপায় নেই। তাই আঙ্গুলের ছাপও নেওয়া সম্ভব হয়নি। শরীরে কাপড়ও ছিল না।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এএটি