বরিশাল: বরিশালে দেশব্যাপী শিক্ষক নির্যাতন, আইন বহির্ভূত অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
শনিবার (৩১ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এ মানববন্ধনের আয়োজন করে।
কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি উপাধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তারা বলেন, শিক্ষকরা যাতে আর অপমানিত না হয়, তাদের যেন পদত্যাগ করতে না হয় সেজন্য তারা বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি আইন বহির্ভূত অপসারণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদও জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ জাকির হোসেন, গোলাম মজুমদার, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুস সালাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এমএস/আরবি