ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

শনিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরের চর গ্রামে এ ঘটনা ঘটে।  

সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সংঘর্ষে গুরুতর আহত ১২ জনকে ভাঙ্গা ও দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।  

জানা গেছে, পীরেরচর গ্রামে চুন্নু শেখ ও সেকেন মাতুব্বরের সঙ্গে ওসমান মাতুব্বর ও আবু মাতুব্বরের একটি বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে কয়েক দফা সালিশ বৈঠক হয়। সালিশে দুপক্ষের মধ্যে ওসমান ও আবু মাতুব্বরের মধ্যে সমান অংশ হারে ভাগাভাগি করে দেওয়া হয়। সেই জায়গা থেকে ওসমান মাতুব্বরের লোকজন তার অংশ থেকে বেশ কিছু গাছ কেটে নেন। বাকি অংশ থেকে শনিবার সকালে আবু মাতুব্বর বেশ কিছু গাছ কাটেন। পুরো জায়গার মধ্যে চুন্নু শেখের দলের সেকেন শেখ জায়গা পাবে বলে দাবি করে গাছ কাটতে বাধা দেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।  

অতঃপর ওসমান মাতুব্বর ও আবু মাতুব্বরের লোকজনের সঙ্গে চুন্নু ও সেকেন মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া  ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় চারটি বাড়ি ভাঙচুর করা হয়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর লোকজন গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ব্যাপারে স্থানীয় শহীদ মাতুব্বর বলেন, আমাদের একটি বাড়ির জায়গা নিয়ে আবু মাতুব্বরের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছে। পরে আমরা আবু মাতুব্বরের সঙ্গে আপোষ মীমাংসা হয়েছে। তৃতীয়পক্ষ চুন্নু শেখের পক্ষের সেকেন শেখ ওই জায়গার মধ্যে জায়গা দাবি করে গাছ কাটতে বাধা দেয়। এ নিয়ে চুন্নু শেখের লোকজন আমাদের ওপরে অন্যায়ভাবে হামলা করেছে।  

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব জানান, পীরেরচর গ্রামের ওসমান ও চুন্নু পক্ষের লোকজন গাছ কাটা নিয়ে মারামারি করেছে। খবর পেয়ে আমরা পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।