লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুকুরে ডুবে আরিবা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ১ বছর ১০ মাস।
শনিবার (৩১ আগস্ট) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডের সমসেরাবাদ মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। আরিবা জান্নাত ওই বাড়ির আবুল কাশেমের ছোট মেয়ে। তার অকাল মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আবিরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. আরিফ হোসেন।
তিনি জানান, আসরের নামাজের অজু করতে গেলে তার মা বিউটি আক্তার ও চাচি স্বর্ণা আক্তার দেখতে পান আরিবার মরদেহ পানিতে ভাসছে। ধারণা করা হচ্ছে আরিবা সবার অগোচরে পুকুরে পড়ে মারা যায়। বাদ এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
জেএইচ