ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান: আন্দোলনকারী শিক্ষার্থীদের খুনিদের গ্রেপ্তার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
ছাত্রজনতার গণঅভ্যুত্থান: আন্দোলনকারী শিক্ষার্থীদের খুনিদের গ্রেপ্তার দাবি

রাজশাহী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি তোলা হয়।

বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রথমে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জমায়েত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া, নিউমার্কেট হয়ে গৌরহাঙ্গা রেলগেটে যান। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের কাছে এ দাবিতে স্মারকলিপি দেন।

এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, ফাহিম রেজা, নূরুল ইসলাম শহীদ, রাশেদ রাজনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।