ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, মাসুদ বিন মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট অংশ বাতিল করা হলো।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ বিন মোমেন। এরপর ২০২২ সালের নভেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে। সে অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ ছিল।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৪
এমআইএইচ/আরবি