ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুরের টঙ্গী মধুমিতা গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আশরাফুল ইসলাম (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল নেত্রকোনার খালিয়াজুরীর মেন্দিপুর এলাকার মৌলা মিয়ার ছেলে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, টঙ্গী এলাকায় বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন আশরাফুল। সকালে তিনি কারখানায় যান।  হঠাৎ অফিস ছুটি হওয়ায় আশরাফুল তার বাবার সঙ্গে বাসায় ফিরছিলেন। পথে টঙ্গীর মধুমিতা গেট এলাকায় দুইটি ট্রেন দুই দিকে অতিক্রম করার সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী একতা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন আশরাফুল। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।  অ্যাম্বুলেন্স আনার আগেই আশরাফুলের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।