ঢাকা: রাজধানীর জুরাইনে বাস চাপায় জ্যোৎস্না বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।
তার বাড়ি মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার কলাপাড়া গ্রামে। দুই ছেলে ও এক মেয়ের জননী এই বৃদ্ধা থাকতেন শ্যামপুর মীরহাজিরবাগ এলাকায়।
তার ছেলে মো. পলাশ ব্যাপারী জানান, গতকাল বুধবার বিকেলে জ্যোৎস্না বেগম তার নাতিনের নয় বছর বয়সী ছেলে ইশানকে নিয়ে কেরানীগঞ্জ যাচ্ছিলেন। বাসা থেকে বের হওয়ার পর জুরাইনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়েন তিনি। তবে চাপা পড়ার আগে ঈশান নামে ওই শিশুটিকে ধাক্কা দিয়ে তিনি রাস্তার এক পাশে সরিয়ে দেন। কাজেই শিশুটির কোনো ক্ষতি হয়নি।
পলাশ আরও জানান, গতকাল বিকেলের ঘটনার পর স্থানীয় শিক্ষার্থীরা গাড়ির নিচ থেকে তার মায়ের লাশ বের করেন। তখন পুলিশ মরদরহটি থানায় নিয়ে যায়। এরপর মধ্যরাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মেডিকেলের মর্গে আছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এজেডএস/এসআইএস