ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ওএসডি অতিরিক্ত সচিব সায়লা ফারজানা

ঢাকা: বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

তাকে ওএসডি করে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা জনপ্রশাসনে সংযুক্ত ছিলেন। তিনি জনপ্রশাসনের মাঠ প্রশাসন অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখায় কর্মরত থাকাকালে গত ১৩ সেপ্টেম্বর বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে পুলিশ পাহারায় মন্ত্রণালয় ছাড়তে বাধ্য হন।

বিসিএস ১৭ ব্যাচের এই কর্মকর্তা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ। তার স্বামী মনিরুল ইসলাম ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান।  

৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।