ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এক নারী ও দুই শিশুকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।  

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজ‌নের বা‌ড়ি শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

আটকরা হলেন—শেরপুরের নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মো. মনিরের মেয়ে মোছা. মনিকা খাতুন (২১), মোছা. রিতু আক্তার সুমাইয়া (১৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়া মেয়ে মোছা. মরিয়ম আক্তার জুলি (১৫)। এদের সবাইকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে আটক করা হয়।

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পারি আটরা উপজেলার হিজলদী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভার‌তে প্রবেশ করবে। এর প্রেক্ষিতে হিজলদী বিওপির সদস্যরা হাবিলদার তিমথি চাকমার নেতৃত্বে সুলতানপুরে অবস্থান নেয়। এসময় ভার‌তে যাওয়ার সময় এক নারী ও দুই শিশু‌কে আটক আটক করা হয়। পরে তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।