ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাজ্জাদের পরিবারকে অর্থসহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাজ্জাদের পরিবারকে অর্থসহায়তা

নীলফামারী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন সৈয়দপুরের সন্তান সাজ্জাদ। তার বাবাকে সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সৈয়দপুরের শিক্ষার্থী,  শিক্ষক এবং কর্তৃপক্ষের সহযোগিতায় ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীর সাজ্জাদের বাবার হাতে এ টাকা তুলে দেন।  

এসময় সাজ্জাদের পরিবারের একজনকে বিশ্ববিদ্যালয়ের চাকরি দেওয়ার আশ্বাস দেন ভিসি।  

ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন সাজ্জাদ।

এর আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সৈয়দপুর হাতিখানা কবরস্থানে গিয়ে সাজ্জাদের কবর জিয়ারত করেন।  

এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারাও তার কবর জিয়ারত করে পরিবারকে আর্থিক সহায়তা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এসআই

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ