ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাকের চাপায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
ট্রাকের চাপায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত 

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশারচালক ও যাত্রী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুরিয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন- অটোরিকশার যাত্রী পোল্ট্রি খামারি উপজেলার খাজুরিয়া এলাকার বাসিন্দা মৃত সেকেলে উদ্দিনের ছেলে নুর হোসেন কাজী (৬০) ও অটোরিকশাচালক গৌরনদী উপজেলার শ্যাওড়া এলাকার আব্দুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩)।  

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সরকার বাংলানিউজকে জানান, উপজেলার পয়সারহাট থেকে চাল বোঝাই করে একটি ট্রাক পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলো। এ সময় গৌরনদী থেকে একদিন বয়সী মুরগি বাচ্চা নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন অটোরিকশাচালক হেলাল শরীফ ও নুর হোসেন কাজী। অটোরিকশা পাকুরিয়ারপাড় এলাকায় পৌঁছালে ট্রাকের চাপায় উভয় যান দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন।  

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বাংলানিউজকে বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।