ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর দাগনভূঁইয়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
ফেনীর দাগনভূঁইয়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

ফেনী: ফেনীর দাগনভূঁইয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মাতুভূঞা ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত নারীর নাম রুমা আক্তার (৩৫) । তিনি উপজেলার মাতুভূঞাঁ ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেনী-মাইজদী আঞ্চলিক সড়কের দাগনভূঞাঁ উপজেলার মাতুভূঞাঁ সেতু সংলগ্ন এলাকায় বুধবার রাতে একটি মালবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরের পর ওই গাড়িটি হাইড্রোলিক জগের ওপর তুলে মেরামতের কাজ চলছিল।

এ সময় নিহত নারী রুমিা আক্তার বিকল হওয়া ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আকস্মিকভাবে ট্রাকটি হেলে পড়লে এতে ট্রাকে থাকা মালামালে বস্তা ওই নারীর গায়ে পড়ে। তখন তিনি চাপা পড়ে নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দাগণভূঞাঁ আঞ্চলিক সড়কে এক নারী নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪ 
এসএইচডি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।