ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বন্যা কবলিতদের নগদ সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
বন্যা কবলিতদের নগদ সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি 

ঢাকা: দেশের পাঁচ জেলায় বন্যা কবলিতদের জন্য সরাসরি অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। জেলাগুলো ৪৭ হাজার পরিবারের মধ্যে এ সহায়তা দেওয়া হচ্ছে।

সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগস্টের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গত ১০ সেপ্টেম্বর থেকে সহায়তার দ্বিতীয় ধাপ চালু করেছে। এই সহায়তার মাধ্যমে দুই হাজার ২০০- এর বেশি নারী এবং তাদের পরিবার একটি মোবাইল ফ্যাইন্যান্সিং অ্যাপের মাধ্যমে ৬ হাজার করে টাকা নগদ পেয়েছেন।  

কুমিল্লা, ফেনী, মৌলভীবাজার, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার প্রায় ৪৭ হাজার পরিবার বা প্রায় ২ লাখ ৩৫ হাজার মানুষ তাদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে সরাসরি বিকাশের মাধ্যমে ৬ হাজার করে টাকা পাচ্ছেন।

সরকারি সামাজিক সুরক্ষা ব্যবস্থা- মা ও শিশু সহায়তা কর্মসূচি (MCBP) এবং ভালনারেবল-উইমেন-বেনিফিট কর্মসূচির (VWBP) মাধ্যমে ডব্লিউএফপি অরক্ষিত নারীদের সহায়তা দিচ্ছে, যাদের পরিবার আগস্টের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং মৌলভীবাজারে এক লাখ ছয় হাজার পরিবারকে সহায়তা দেওয়ার লক্ষ্য ডব্লিউএফপির। অতিরিক্ত তহবিল সংগ্রহ করতে পারলে শিগগিরই আরও এক লাখ ২০ হাজার পরিবারকে সহায়তা দেওয়া হবে।  

কয়েক দশকের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রায় ৬ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে আছেন এবং এখনো পানিবন্দী, তাদের জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি। তাৎক্ষণিক খাদ্য চাহিদা মেটাতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কক্সবাজার জেলায় ১,২০,০০০ পরিবারের প্রায় ৬,০০,০০০ মানুষকে ডব্লিউএফপি তাদের ফোর্টিফাইড বিস্কুট এককালীন বিতরণ করেছে।

বন্যা কবলিত জনগোষ্ঠীদের পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণের প্রচেষ্টাকে সাহায্য করার জন্য ডব্লিউএফপি বিভিন্ন নগদ প্রকল্পের মাধ্যমে আরও অব্যাহত সহায়তা প্রদান করবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় ৯০ হাজার পরিবারকে আবাদি জমি পুনর্বাসন বা পুনরুদ্ধারে সহায়তা দেওয়া হবে। প্রত্যেক পরিবার থেকে একজন সক্ষম ব্যক্তি ১৫ দিনের কাজে যুক্ত হবেন এবং দৈনিক ৫০০ টাকা করে পাবেন। এ ছাড়া, যাদের পরিবারে একজনও সক্ষম সদস্য নেই- এমন ১৫ হাজার পরিবারকে তাদের প্রয়োজন অনুসারে আয়-উৎপাদনমূলক কর্মকাণ্ডে ইনকাম-জেনেরেটিং অ্যাক্টিভিটিজ) এ যুক্ত করা হবে।

ডব্লিউফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেলি বলেন, বন্যার পানি কমতে শুরু করায় পরিবারগুলো আশ্রয়কেন্দ্র থেকে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। অনেকেই তাদের সবকিছু হারিয়েছে। বাজারগুলো ধীরে ধীরে পুনরায় চালু হচ্ছে। তাদের খাদ্য সহায়তা এখনো প্রয়োজন।

সহায়তা অব্যাহত রাখতে ডব্লিউএফপির ৩৬ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এর মধ্যে এখনো ৩১ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা বাকি। ডব্লিউএফপি আন্তরিকভাবে কানাডা, সুইডেন এবং এর ব্যক্তিগত দাতাদের (ShareTheMeal অ্যাপের মাধ্যমে) অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।