ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বন্যার্তদের জন্য ত্রাণ উপদেষ্টার দুই কোটি টাকার চেক গ্রহণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, সেপ্টেম্বর ১৩, ২০২৪
বন্যার্তদের জন্য ত্রাণ উপদেষ্টার দুই কোটি টাকার চেক গ্রহণ

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম প্রধান উপদেষ্টার পক্ষে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে দুই কোটি ৩৬ লাখ ৭৬  হাজার ৫৪০ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় আরও জানানো হয়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মসিউর রহমান (এক লাখ ২৩ হাজার টাকা), অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা সরকারি মুসলিম হাই স্কুল (৫৩ হাজার ৫০০ টাকা), বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল পিএলসি, (২০ লাখ টাকা), নিউ ব্লোন ইন্টারন্যাশনাল স্কুল (৭০ হাজার টাকা), হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (৯০ হাজার টাকা), ধর্মবিষয়ক মন্ত্রণালয় (১৩ লাখ ৪০ হাজার টাকা) ও এবি ব্যাংক পিএলসি (দুই কোটি টাকা)।

এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময় ০১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।