ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

ঢাকা: ময়মনসিংহ জেলার গৌরীপুরে ৪০৩ ব্যাটেল গ্রুপ কর্তৃক স্থাপিত আর্মি ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআর জানায়, শুক্রবার (সেপ্টেম্বর ১৩) পরিদর্শনকালে তিনি গৌরীপুর আর্মি ক্যাম্পে কর্তব্যরত সব পদবির সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

এ সময় সেনাবাহিনী প্রধানকে ময়মনসিংহের ভালুকায়, ত্রিশাল ইন্ডাস্ট্রিয়াল এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবগত করা হয়।  

পাশাপাশি যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রম, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ৮৪১টি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, থানাসমূহে পুলিশ সদস্যদের বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে তিনি বেসামরিক প্রশাসন ও বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।  

এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
এমইউএম/এসএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।