ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না: দেলোয়ার হুসাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না: দেলোয়ার হুসাইন

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে কর্মী সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌরসভা শাখা।  

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী পৌর সদরের ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি মুহা. দেলোয়ার হুসাইন বলেন, আওয়ামী লীগ সরকার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলুম করে অন্যায় করেছে। জামায়াতের নেতাকর্মীদের ফাঁসি দিয়েছে। কোরআন ও হাদিসের আলোকে আগামীতে দেশ পরিচালনার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে।  

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান। আগামীতে যেকোনো নির্বাচনে জামায়াতে ইসলাম দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করছে। আপনারা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিন।  

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না। গত সরকারের আমলে জামায়াতে ইসলামীর লোকজন বাড়িতে ঘুমাতে পারে নাই।  

কর্মী সম্মেলনে পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আবুল কাশেম মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, কর্মপরিষদ সদস্য মো. আবু ইউনুচ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু হারিছ মোল্যা, জেলা বায়তুলমাল সম্পাদক মো. ফারুক হোসেন, বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির মাও. শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আমির মাও. আলিমুজ্জামান, মধুখালী পৌরসভার আমির মাও. রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় (এইচআরডি) সম্পাদক হাফেজ মাও. সাজ্জাদ হোসাইন ও পৌরসভার কাউন্সিলর সামাদ খান প্রমুখ।

কর্মী সম্মেলনের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোনাজাত করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হুসাইন আহমেদ।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।