ঢাকা: দেশের মাজারগুলোয় যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তিনি এ দাবি করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানাচ্ছি, বিভিন্ন মাজার ও সুফি নিদর্শনে ভাংচুরে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাজার ও সুফি সাধকদের মাজারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর প্রতি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এজন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এর আগে সকালে মাইজভান্ডার শরীফের পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
টিএ/এমজে