ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

আন্দোলনে ছাত্র হত্যা

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ সাকিব হোসেন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাকিব হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর উপজেলা সদস্য ও লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির সেলিম ভূঁইয়ার ছেলে।  

তার নেতৃত্বে এলাকায় একটি কিশোর গ্যাং ছিল। ‘সাকিব ভাই’ হিসেবে তিনি পরিচিত ছিলেন।  

সাকিব হোসেন ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হোসেনের নেতৃত্বে জকসিন বাজার, জুগিরহাট ও ঝুমুর সিনেমা হল এলাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন করা হয়েছিল। সবশেষ ৪ আগস্ট লক্ষ্মীপুর মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করা হয়। সেখানে চার শিক্ষার্থী নিহত হন।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, সাকিব হোসেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। তিনি বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে।  

সদর থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত জানান, সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার দুই মামলার এজাহারভুক্ত আসামি। তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।