মাদারীপুর: মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে রোমান ব্যাপারী (৩২) নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে শহরের হরিকুমারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে আবদুল্লাহ আল মামুন একটি শটগান হাতে নিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করেছেন। এমন একটি ভিডিও ফুটেজ দেখে পুলিশ আবদুল্লাহ আল মামুনের পরিচয় শনাক্ত করেন। মঙ্গলবার বিকেলে আবদুল্লাহ আল মামুন তার কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে তার রিকশা গতিরোধ করে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আবদুল্লাহ আল মামুনকে রোমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘সাবেক পিপি আবদুল্লাহ আল মামুনকে রোমান হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি শটগান হাতে নিয়ে ছাত্র-জনতার আন্দোলন দমানোর কাজ করেছেন। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পুলিশ সংগ্রহ করেছে। পরে সেই ভিডিও যাচাই-বাছাই করে আমরা নিশ্চিত হয়েই আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছি। বুধবার (১২ মার্চ) সকালে তাকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে মারামারিসহ আরও দুটি মামলা রয়েছে। ’
গত বছরের ১১ জুলাই তিনি জেলা ও দায়রা জজ আদালতে পিপি হিসেবে যোগদান করেন। আওয়ামী লীগ সরকার পতনের পরেই তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত , কোটা সংস্কার আন্দোলনে রোমান ব্যাপারী হত্যার ঘটনায় গত ২৪ আগস্ট তার স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। নিহত রোমান ব্যাপারী সদর উপজেলার ভদ্রখোলা এলাকার আমর ব্যাপারীর ছেলে এবং তিনি পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন। মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান করে আরও ১৮ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। জেলায় কোটা সংস্কার আন্দোলনে নিহত তিনজনের মধ্যে এটিই প্রথম মামলা।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
আরআইএস