ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

দেশের বৃহত্তম ইফতার সাতক্ষীরার নলতায়!

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
দেশের বৃহত্তম ইফতার সাতক্ষীরার নলতায়!

সাতক্ষীরা: পবিত্র রমজান মাসজুড়ে দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল বসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরীফে। ৯০ বছরের ঐতিহ্যবাহী এই ইফতার মাহফিলে প্রতিদিন প্রায় ছয় হাজার রোজাদার একেত্রে একই স্থানে বসে ইফতারে অংশ নেন।

যা সকলকে পরম ভ্রাতৃত্ববোধের কথা মনে করিয়ে দেয়। ইফতারে দেওয়া হয় ভুনা ছোলা, সিংগড়া, ফিরনি, সিদ্ধ ডিম, চিড়া, কলা ও খেজুর।

সরেজমিনে গেলে চোখে পড়ে ইফতার প্রস্তুতের বিশাল কর্মযজ্ঞ। কেউ সিংগড়া বানাচ্ছেন, কেউ ভাজছেন, কেউ প্লেট সাজাতে ব্যস্ত।  

সিঙ্গারা ভাঁজতে ব্যস্ত মোক্তার হোসেন জানান, তিনি ৩০ বছর যাবত নলতা রওজা শরীফের ইফতার আয়োজনে নিয়োজিত রয়েছে। তার মতোই ২২-২৫ জন ফজরের নামাযের পরপরই ইফতার তৈরির কাজ শুরু করেন। প্রায় ছয় হাজার মানুষের ইফতার তৈরিতে সময় লেগে যায় আছরের নামায পর্যন্ত। তারপর শুরু হয় ইফতার সাজানোর কাজ।

দিন গড়িয়ে ইফতারের সময় যতই ঘনিয়ে আসে, ততই ভরতে থাকে ইফতারের জন্য প্যান্ডেলকৃত বিশাল মাঠ। এই মাঠে বসেই ইফতারে অংশ নেন দূর দূরান্ত থেকে আসা মানুষ।

নলতা রওজা শরীফের ঐতিহ্যবাহী ইফতারে অংশ নিতে সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী থেকে গাড়ি ভর্তি করে এসেছিলেন অনেকে। এদের মধ্যে মেহেদী হাসান বলেন, খান বাহাদুর আহ্ছানউল্লাহ (রা.) এর পাক রওজা শরীফ একটি পবিত্র স্থান হিসেবে সমাদৃত। এখানেই দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল বসে। প্রতিবছরের ন্যায় এবারও ইফতারে অংশ নিতে নলতায় এসেছি।

নলতা রওজা শরীফ সূত্র জানায়, ১৯৩৫ সালে খান বাহাদুর আহ্ছানউল্লাহ (রা.) নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করার পর থেকে প্রতি বছরই রমজান মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করতেন। তার মৃত্যুর পরও মিশন কর্তৃপক্ষ এই মাহফিল অব্যাহত রেখেছে।

বর্তমানে শাহ সুফি হযরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর রওজা প্রাঙ্গণেই দেশের সর্ববৃহৎ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রমজান মাসের শুরু থেকে প্রতিদিন রওজা শরীফের মাঠে একত্রিত হয়ে ইফতার করেন প্রায় ছয় হাজার মানুষ। মাসজুড়ে চলমান এই ইফতার মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষও হাজির হন রওজা প্রাঙ্গণে।
 
স্বেচ্ছাসেবক রাকিব বলেন, এখানে তিনশ স্বেচ্ছাসেবক ইফতার বণ্টনে নিয়োজিত রয়েছে। প্রথমে সারাবিদ্ধভাবে পানির পট ও গ্লাস দেওয়া হয়। এরপর প্লেট সাজিয়ে সারিবদ্ধভাবে রাখা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে পুরো মাঠ মানুষে ভরে যায়।

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, নলতা রওজা শরীফের ইফতার মাহফিল দেশজুড়ে সমাদৃত। মূলত হযরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর দেশ-বিদেশের অনুসারীদের অর্থায়নে এখানে ইফতার দেওয়া হয়। আমাদের জানা মতে, এটাই দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিলের আয়োজন। যা রমজান মাসজুড়ে চলে।

 

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমআরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।