ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অফিসের ‌‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুললেন মালা খান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
অফিসের ‌‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুললেন মালা খান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান

ঢাকা: সম্প্রতি নিজ অফিসের ভেতরে থাকা আলোচিত ‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান।

তিনি দাবি করেছেন, এই কক্ষটি আসলে গোপন ছিল না এবং অফিসের সবাই এর সম্পর্কে জানতেন।

মালা খান তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও বানোয়াট হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর মাধ্যমে তাকে অপদস্থ করার প্রচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমে মালা খানের অফিসে একটি বিশেষভাবে তৈরি কক্ষ থাকার খবর প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা শুরু হয়।

মালা খান বলেন, আমার বিরুদ্ধে গোপন কক্ষ থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। অফিসের কর্মীরা কক্ষটির বিষয়ে আগেই জানতেন, কিন্তু এখন এটিকে ‘গোপন কক্ষ’ বলে প্রচার করা হচ্ছে আমাকে হেয় করার উদ্দেশ্যে।

তিনি জানান, কিছু দিন অফিসে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। মালা খান দাবি করেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।