ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়কে ছটফট করতে করতে তরুণীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
সড়কে ছটফট করতে করতে তরুণীর মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর এলাকায় অজ্ঞাত এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ২৫ বছর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পথচারীরা ওই তরুণীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নারী পথচারী মোছা. সালমা আক্তার ও মো. ইয়ামিন বলেন, রাত সোয়া ৮টার দিকে ধলপুর র‍্যাব-১০ অফিসের সামনে রাস্তায় ছটফট করছিল ওই তরুণী। কাছে যেতেই বলে আমাকে বাঁচান। আমি কীটনাশক পান করেছি। আমার বাসা নারায়ণগঞ্জে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

সালমা আরও জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় অনেক লোক থাকলেও ওই তরুণীকে কেউ ধরে নাই। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার পা ধরে বলছিলেন আমাকে বাঁচান। পরে একটা ছেলেকে সাথে নিয়ে রিকশাযোগে হাসপাতালে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ধলপুর এলাকা থেকে এক তরুণীকে পথচারীরা গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এজেডএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।