ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
আড়াইহাজারে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি সনদ বড়ুয়া।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিল্ডিংয়ের পেছনে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে র‍্যাব।

এ সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান, ১৯ রাউন্ড শটগানের গুলি ও একটি টি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ৫ আগস্ট দুষ্কৃতকারীরা আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট চালায়। এ সময় থানা থেকে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।