ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেল বালুচরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
স্কুলছাত্রকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেল বালুচরে

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালাসোনার বালুচর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আকাশ (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে স্থানীয়রা।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আহত শিশুটিকে গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়।

শিশুটির চোখে-মুখে আতঙ্কের ছাপ।  

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার চর কালাসোনা থেকে আকাশকে উদ্ধার করা হয়।  

এর আগে সন্ধ্যায় ওই কিশোর নিখোঁজ হয় বলে দাবি পরিবারের সদস্যদের।

উদ্ধার হওয়া শিশু আকাশ উপজেলার ফজলুপুর ইউনিয়নের বাজে তেলকুপি এলাকার মঞ্জু মিয়ার ছেলে। সে স্থানীয় চরকৃষ্ণমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

আকাশের পরিবারের দাবি, শত্রুতাবশত প্রতিপক্ষরা আকাশকে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটায়।  

আকাশের জ্যাঠা (চাচা) মিলন মিয়া বলেন, বুধবার সন্ধ্যার আজানের পর থেকে আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার দিকে চর কালাসোনার নদীর কিনারার একটি ঘাঘড়ায় বালুর নিচ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় চৌকিদার ও স্থানীয়রা আকাশকে উদ্ধার করে আমাদের খবর দেয়।  

পরে আমরা তাকে নিয়ে কালিরবাজার থানায় যাই। থানা পুলিশ চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে পাঠায়। আমরা এখন গাইবান্ধা হাসপাতালে আছি।

তিনি আরও বলেন, প্রতিবেশী এনায়েত গংদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ-মামলা চলে আসছে। এর ধারাবাহিকতায় প্রতিপক্ষরা আমার ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা ও মুখ বেঁধে বালু চাপা দিয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।