নীলফামারী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতন চত্বরে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ করা হয়।
এসময় বসুন্ধরা শুভসংঘের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ ও সাধারণ সম্পাদক শফিকুল আলম উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।
এসময় দৈনিক করোতায়া ও কালের কণ্ঠের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, বসুন্ধরা শুভসংঘের সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ রানা দীপু, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক রোকসানা শাহী, মোতমাইন্না মিতা, খুরশীদ জাহান, শামীমা আকতার, মোস্তাহারুল প্রামাণিক, আব্দুল্লাহ আল- মামুন ও রাশেদ এবং বসুন্ধরা শুভসংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় শিশু স্বর্গ বিদ্যা নিকেতন চত্বরে বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘের সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম জানান, গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের স্মরণে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আমরা বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর শাখার পক্ষ থেকে উপজেলার আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করব।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসআই