ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুযোগ সন্ধানী আ. লীগ নেতা থেকে সাবধান থাকতে হবে: মুশফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
সুযোগ সন্ধানী আ. লীগ নেতা থেকে সাবধান থাকতে হবে: মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া: সুযোগ সন্ধানী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান।  

তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগের অনেক নেতা আমাদের ঘাড়ে বসে ব্যবসা-বাণিজ্য করবে।

আমাদের সাহায্য চাইবে। আপন হয়ে যাবে। আপনারা সাবধান থাকবেন। '

তিনি আরও বলেন, 'বাইরে থেকে লোক এলে দলে নিতে হবে। তবে তার আগে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে।  

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদের মাঝে সহায়তা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন। মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন- নাসিরুল্লাহ খান জুনায়েদ, সৈয়দ শাহ আমান উল্লাহ আমান, আবুল মুনসুর মিশন। প্রধান অতিথি বন্যার্তদের হাতে বালিশ ও তোশক তুলে দেন। মোট ১৫০ জন বন্যার্তর মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়।

এ সময় মুশফিকুর রহমান বলেন, '১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল। ২০২৪ এ আবার স্বাধীন হয়েছে। এখন আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। '

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।