ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে সাপের ছোবলে ২ নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
মির্জাপুরে সাপের ছোবলে ২ নারীর মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক স্থানে বিষধর সাপের ছোবলে দুই নারীর মৃত্যু হয়েছে।

শুক্র ও শনিবার (২০ ও ২১ সেপ্টেম্বর) সকাল ও সন্ধ্যার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের আজুফা বেগম (৪০) ও একই উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ী গ্রামের দিপালী রানী (৪৫)।

কুমুদিনী হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গরুর জন্য খড়ের স্তূপ থেকে খড় খুলছিলেন আজুফা। এ সময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।  

অন্যদিকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রানীকে সাপে ছোবল দিলে তাকেও কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার ২০ মিনিট পর ৭টা ৫০ মিনিটে তারও মৃত্যু হয়।

সাপের ছোবলে ওই দুই নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কুমুদিনী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. অনামিকা সাহা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।