ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
রাজবাড়ীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগে গণপিটুনিতে নাজমুল মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে কালুখালি  উপজেলার মাধবপুর বাজারে এ ঘটনা ঘটে।

 নিহত নাজমুল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব গাড়াখোলা আহাম্মদ মোল্লার ছেলে।  

নিহত নাজমুলের স্ত্রী আন্না বেগম বলেন, আমার স্বামী ভাঙারির ব্যবসা করতেন ও ভ্যান চালাতেন। তিনি চোর ছিলেন না। গত বুধবার সন্ধ্যায় তিনি কালুখালীর পশ্চিম হারুয়া গ্রামে বেয়াই বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকাল ৮টার দিকে আমি খবর পাই চুরির অপরাধে আমার স্বামীকে মারধর করা হয়েছে। পরে আমি এখানে এসে আমার স্বামীর মরদেহ দেখতে পাই। কারা কেন আমার স্বামীকে মেরেছে তা আমি জানি না। তবে আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শনিবার ভোর ৪টার দিকে কালুখালী উপজেলার হরিণবাড়িয়ার চরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও বৈদ্যুতিক মোটরসহ নাজমুল ও তার বেয়াই নজরুলসহ তিন চোরকে ধাওয়া করে স্থানীয়রা। এ সময় দুজন দৌড়ে পালিয়ে গেলেও নাজমুল পালাতে পারেনি। পরে তাকে স্থানীয় মাধবপুর বাজারে এনে গণপিটুনি দেয় স্থানীয়রা।  সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহত নাজমুলের মেয়ের বিয়ে হয়েছে কালুখালী উপজেলার পশ্চিম হারুয়া গ্রামের নজরুলের ছেলের সঙ্গে। নাজমুল ও নজরুল দুজনেই পেশাদার চোর। দুই বেয়াই মিলে দলবল নিয়ে চুরি করতো। নাজমুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির প্রস্তুতির ১১টি মামলা রয়েছে। তাকে নির্যাতন করে হত্যার ঘটনায় তার পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করবে। এছাড়া পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও বৈদ্যুতিক মোটর চুরির ঘটনায় আলাদা মামলা হবে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।