ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই: ঝালকাঠির ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
সাংবাদিকদের নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই: ঝালকাঠির ডিসি

ঝালকাঠি: ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, সাংবাদিকদের নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। কোনো কাজ করার আগে একটা পরিকল্পনা করতে হয় তাই সাংবাদিকদের নিয়ে সেই পরিকল্পনা করবো।

আমরা বিশ্বাস করি আমাদের সঙ্গে সাংবাদিকরা কাজ করবেন। খোঁজ নিয়ে জানতে পেরেছি ঝালকাঠিতে আগে কোনো রকম নৈরাজ্য ছিল না। আমরা আশাকরি এখনো থাকবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তনে প্রসেক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।

তিনি আরও বলেন, ঝালকাঠিতে কোনো বালুমহাল নাই তাই ঝালকাঠিতে বালু উত্তোলনও হবে না। এ ছাড়া যেসব ইটভাটার লাইসেন্স নেই সেগুলো বন্ধ করে দেওয়া হবে। ঝালকাঠির সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে এর জন্য সবার সহযোগিতা কামনা করছি। আমরা যদি সবাই এক থাকি তাহলে সবকিছু খুব সহজেই বাস্তবায়ন করতে পারবো। একটি সুন্দর ঝালকাঠি করতে পারবো।

প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সহকারী কমিশনার শিব্বির আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সমাজের সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। আমরা একটা সুন্দর পরিবেশ করতে চাই যেটা সবার প্রত্যাশা। এখন একটা সুন্দর পরিবেশ এসেছে সমাজটা পরিবর্তন করার। তাই সবার সঙ্গে সুসম্পর্ক রেখেই পরিবেশটা তৈরি করবো।

সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, পুলিশ সাংবাদিক এক হয়ে থাকলে কেউ কিছু করতে পারবেন না। আমাদের হুমকি দিলে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের হুমকি দিলে পুলিশ সহযোগিতা করবে তাহলে কেউ কিছু করতে পারবে না। কেউ যদি আপনাদের মিথ্যা মামলা দেয় সেটা নিয়ে কেউ টেনশনে থাকবেন না আপনি যদি স্বচ্ছ থাকেন তাহলে কিছুই হবে না। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং আমাদের সংশোধন করার জন্য সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। আপনারা নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করবেন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন- সহ সভাপতি আল আমিন তালুকদার, মাসুদ আলম, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, সহ সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, ক্রীড়া সম্পাদক অলোক সাহা, সদস্য আজমীর হোসেন তালুকদার, শফিউল আলম টুটুল, জহিরুল ইসলাম জুয়েল।  

এসময় প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য রতন আচর্য্য, রাজু খান, সদস্য মানিক আচার্য্য, শহিদুল আলম, মিজানুর রহমান টিটু, লিপু মাহমুদ, রুহুল আমিন রুবেল, জান্নাতিন নাঈম দিপ,  কাজী সোলাইমান সুমন, সাইদুল ফরাজি, উজ্জ্বল রহমান, এস এম পারভেজ, নাঈম হোসেন, আরিফ সরদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।