বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসচাপায় লাবলু মাঝি (৩৫) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সেন্টু মৃধা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবলু গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়াগতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ও আরোহী বাসের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মুনিম জানান, গুরুতর আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসার পর লাবলু মাঝিকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া সেন্টু মৃধার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমএস/আরবি