ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ‘চরমপন্থি দলের সদস্য’কে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
রাজবাড়ীতে ‘চরমপন্থি দলের সদস্য’কে গলা কেটে হত্যা প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকায় সুশীল কুমার সরকার (৫৮) নামে ‘চরমপন্থি দলের এক সদস্য’কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

নিহত সুশীল কুমার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্র নাথ সরকারের ছেলে।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটাখালী মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শরিফুর ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে নিহতের ভাই সুনীল কুমার সরকার আহত অবস্থায় সুশীলকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।

সুনীল কুমার সরকার বলেন, আমি প্রাথমিকভাবে কিছু জানতে পারিনি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমার ভাইয়ের সঙ্গে গণ্ডগোল হচ্ছে বলে জানায় স্থানীয় কয়েকজন। আমি দ্রুত সেখানে গিয়ে দেখি আমার ভাই গলা কাটা অবস্থায় পড়ে আছে। এছাড়াও তার পেটে কোপের চিহ্ন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তার ভাই চরমপন্থি দলের কোনো সদস্য ছিলেন না বলেও দাবি করেন তিনি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম বলেন,  সুশিল কুমার বিশ্বাস হত্যা করা হয়েছে। তিনি সর্বহারা দলে কাজ করতেন এমনটি শোনা যাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।