বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে নতুন করে উপ-পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
তিনি ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকাররী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনারের দায়িত্বে থাকা সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আমিনুল ইসলাম এরআগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে বদলির আদেশপ্রাপ্ত হলেও তাকে রংপুর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এমএস/জেএইচ