ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন বিল নথিগুলোর বিল দেওয়ার আগে ডিএনসিসির নিরীক্ষা বিভাগ থেকে প্রয়োজনীয় নিরীক্ষা কার্য সম্পাদনের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে এ নির্দেশনা দেন।
অফিস আদেশে বলা হয়, সরকারি অডিট দল কর্তৃক অডিট আপত্তির পরিমাণ কমানো, কাজের স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের বিল নথিগুলোর বিল দেওয়ার আগে ডিএনসিসির নিরীক্ষা বিভাগ থেকে প্রয়োজনীয় নিরীক্ষা কার্যক্রম সম্পাদনা করে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এমএমআই/আরবি