ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলির ঘটনায় শিমুলের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলির ঘটনায় শিমুলের নামে মামলা

নাটোর: নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় মো. শাওন আহমেদ সিয়ামসহ কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক এমপি মো. শফিকুল ইসলাম শিমুলসহ ১২ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোর সদর থানায় মারপিটের শিকার শাওন আহমেদ সিয়াম নিজেই বাদী হয়ে এ মামলা করেন।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর ১২টার দিকে শাওন আহমেদসহ অন্য ছাত্ররা শহরের ভবানীগঞ্জ গ্রন্থাগারের সামনে গেলে তৎকালীন এমপি শিমুলের হুকুমে অন্যান্য আসামিরা লাঠি, লোহার রড, হাঁসুয়া, রামদা, চাইনিজ কুড়াল ও পিস্তল নিয়ে তাদের ওপর হামলা চালান।

এসময় শাওনকে রামদা ও হাঁসুয়া দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করা হয়। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর করেন তারা। এসময় এলাকা জনশূন্য করতে শিমুল ফাঁকা গুলি চালান। পুলিশ ঘটনাস্থলে এলে আসামিরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।

ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্ত করে সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।