ঢাকা: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিবের নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসেবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষায় একটি কমিটি গঠন করেছে সরকার।
২০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নয় সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) নয় সদস্যদের কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত), অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ), অতিরিক্ত সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ), অতিরিক্ত সচিব (বিধি), যুগ্মসচিব (সচিবালয় ও কল্যাণ অধিশাখা), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব, অর্থ বিভাগের যুগ্মসচিব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ঊর্ধ্বতন নিয়োগ) কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটি বিসিএস (প্রশাসন) এবং বিসিএস (সচিবালয়) ক্যাডার একত্রীভূতকরণ প্রসঙ্গে গত ১৯৯২ সালের ২৯ মার্চ গঠিত কমিটির সুপারিশমালা ও ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (সচিবালয়) একীভূতকরণ আদেশ, ১৯৯২’ পর্যালোচনা করবে।
এসআরও নং-৩৩৫-আইন২০১৮ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এবং ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডার একীভূতকরণ আদেশ, ২০১৮’ পর্যালোচনা করবে বলেও আদেশে বলা হয়।
এছাড়া এ কমিটি বিধি অনুসারে শুরু থেকে সর্বশেষ জারিকৃত জিও অনুসারে পদ সৃজন এবং সংরক্ষণের আদেশ পরীক্ষা-নিরীক্ষা করবে।
এই কমিটিকে বিদ্যমান বিধি-বিধানের আলোকে ভবিষ্যতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিবের নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ বা আনুপাতিক হার নির্ধারণসহ পদোন্নতি দান সংক্রান্ত সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয় সংশ্লিষ্ট অন্যান্য সুপারিশও (যদি থাকে) এই কমিটি করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এমআইএইচ/এসআইএস