খাগড়াছড়ি: সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে তিন পর্যটককে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশের তৎপরতায় অপহরণকারীরা তিন পর্যটককে ছেড়ে দিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী পর্যটকরা হলেন—এস এম নাহিদুজ্জামান (৩৮), মামুন ফকির (৩৮) এবং জোবায়ের আলম (২৮)। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলায়।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী নাহিদুজ্জামান। তিনি জানান, দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছালে তাদের গাড়ি গতিরোধ করেন কয়েকজন অচেনা ব্যক্তি। গাড়ি থেকে নামিয়ে মারধর করে তাদের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। এক পর্যায়ে দরকষাকষি করে বিশ লাখ টাকা মুক্তিপণে তাদের ছাড়তে রাজি হন তারা।
এ সময় ভুক্তভোগীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকার কথা বললে পরিবারের লোকজন খাগড়াছড়ি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সুপার অপহরণকারীদের নম্বরে যোগাযোগ করলে ‘ট্রু কলারে’ পুলিশ সুপারের নাম দেখে ভুক্তভোগীদের ছেড়ে দিয়ে পালিয়ে যান অপহরণকারীরা।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে একটি অপহরণ মামলা হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এডি/এমজেএফ