ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়া বিআরবি হাসপাতালের ডিউটি ম্যানেজার মাহমুদুল হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯ টার দিকে তিনি মারা যান।
রুহুল আমিন গাজী ছিলেন দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক।
জানা গেছে, রুহুল আমিন গাজীকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।
মৃত্যকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারসহ নানা জটিলতায় ভুগছিলেন।
বুধবার যোহরের পর জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
টিএ/আরএইচ