সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় মঞ্জুরুল ইসলাম (৪৪) নামে একজন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার দাদপুর মায়ের আঁচল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দাদপুর মহৎপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে ।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বুধবার দুপুরের দিকে জানান, দাদপুর মায়ের আঁচল হোটেলের সামনে রাস্তা পার হচ্ছিলেন স্কুলশিক্ষক মঞ্জুরুল। এ সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মরদেহ স্বজনেরা নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
জেএইচ