মানিকগঞ্জ: রাজবাড়ীর চাঞ্চল্যকর জব্বার মোল্লা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আরজু মোল্লাকে (৩৮) ঢাকার হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করেছে সিপিসি-৩ র্যাব-৪ এর একটি ইউনিট।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিপিসি-৩ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
গত (৬ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কেন্দ্রীয় কারাগার থেকে পলায়ন করে আরজু মোল্লা। তিনি রাজবাড়ী জেলার কুমারখালির দেওয়ালি এলাকার খোরশেদ মোল্লার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরজু মোল্লা ও ভিকটিম জব্বার মোল্লা সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা। একে অপরের সঙ্গে গাছের ডাল পাড়া নিয়ে ঝগড়া এবং এ নিয়ে দুই পরিবারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ২০১৫ সালের ২৮ আগস্ট তারিখে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত হয় কিন্তু আসামি আরজু তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। হামলায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত জব্বার মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই ঘটনায় ভিকটিমদের ছেলে বাদী হয়ে রাজবাড়ীর কালুখালি থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতে দীর্ঘ বিচারকার্য প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর তারিখে আসামি আরজু মোল্লাকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। গত (৬ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে পলায়ন করে আরজু মোল্লা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর একটি ইউনিট। আসামিকে গাজীপুর (কোনাবাড়ী) মেট্রোপলিটন পুলিশ থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আরএ