রাজশাহী: রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বৃষ্টির মধ্যে এই অপমৃত্যুর ঘটনা ঘটে।
পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া ওই স্কুল ছাত্রের নাম মো. ইয়ামিন (১৫)। রাজশাহী মসজিদ মিশন একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল ইয়ামিন। সে রাজশাহী মহানগরীর দেবিশিংপাড়ায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতো। তার বাবার নাম ইকবাল হোসেন। তিনি রাজশাহী জুটমিলে চাকরি করেন। চাকরির সুবাদে রাজশাহী মহানগরীতে থাকলেও তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদরদপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারী জানিয়েছেন, বুধবার বিকেলে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় ইয়ামিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ইয়ামিনকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
কিন্তু রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাজপাড়া থানা পুলিশ বর্তমানে নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এসএস/এএটি