নারায়ণগঞ্জ: ঢাকার কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিপাহী মো. সাইফুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যশোর থেকে আসামিকে গ্রেপ্তারর করে র্যাব।
বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (এএসপি) সনদ বড়ুয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে পালিয়ে যান তিনি। এরপর দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমআরপি/জেএইচ