ঢাকা: সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করা হয়েছে ৯ হাজার ১ শত ৬টি স্থানে।
সারাদেশে বুধবার (২৫ সেপ্টেম্বর) ১৮ হাজার ৭ শত ৩৩টি স্থান পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকৃত স্থানগুলোর মধ্যে ৫ শত ৮টি সিটি কর্পোরেশন এলাকায় এবং ৭৪টি পৌরসভায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাভিলায় মশক নিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সব সিটি করপোরেশন এবং ঝুঁকিপূর্ণ পৌরসভায় কাজ করছে ২ হাজার ৬ শত ৮৯ জন মশক কর্মী।
জানা যায়, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের এক জরুরি সভায় ১০টি টিম গঠন করা হয়। যারা ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের ১২টি সিটি করপোরেশন এবং ঝুঁকিপূর্ণ এলাকা সাভার, দোহার, তারাব, রূপগঞ্জ ও অন্যান্য পৌরসভায় মশক নিধন অভিযান কর্মসূচি বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড়ভাবে তদারকি করছে।
ড্রাম ভাঙ্গা পাত্র, নির্মানাধীন ভবন, ফুলের টব ও লিফ্টের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে খুলনা সিটি করপোরেশনে মামলা হয়েছে ৫টি ও জরিমানা হয়েছে ৫টি।
এছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনে ৮টি, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়।
একই সঙ্গে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
জিসিজি/জেএইচ