ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে বাসের ধাক্কায় থ্রিহুইলারের চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
পঞ্চগড়ে বাসের ধাক্কায় থ্রিহুইলারের চালক নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাসের ধাক্কায় আতিকুল্লাহ বাবু (২৬) নামে এক থ্রিহুইলারের চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আতিকুল্লাহ বাবু পঞ্চগড়ের বোদা পৌরসভার সর্দারপাড়ার মসলিম উদ্দিনের ছেলে৷ 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ একটি থ্রিহুইলার (তিন চাকার এ গাড়িকে স্থানীয়রা বলেন পাগলু) চালিয়ে বেকারির মালামাল ডেলিভারি করতে তেঁতুলিয়া যাচ্ছিলেন। পথে বোয়ালমারী এলাকায় একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাস থ্রিহুইলারটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আতিক। পরে স্থানীয়রা আতিককে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।