ঢাকা: আখাউড়া স্থলবন্দর মহাসড়ক চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকবলের নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ক চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি৷ এরপর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পে নিয়োজিত ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ভারতে চলে যাওয়ায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও স্থানীয় জনগণ পুনরায় কাজ শুরু হলে ভারতীয় লোকবলের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলে সচিবকে আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এসকে/এইচএ/