সিরাজগঞ্জ: টানা পাঁচদিনের বর্ষণে যমুনার নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুরের মেঘাই অঞ্চলে ৫১ সেন্টিমিটার অর্থাৎ প্রায় পৌনে দুই ফুট পানি বেড়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬৪ মিটার। ২৪ ঘণ্টায় ৫১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ১৬ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। শনিবার (২৮ সেপ্টেম্বর) এ পয়েন্টে যা ছিল ২৭ সেন্টিমিটার।
অপরদিকে, শহরের হার্ড পয়েন্টে যমুনার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯০ মিটার। ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। শনিবার (২৮ সেপ্টেম্বর) এ পয়েন্টে যা ছিল ২৩ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকৌশলী মো. নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টির কারণে পানি বাড়ছে। আরও দু-তিনদিন যমুনার পানি বাড়তে পারে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এসআরএস