ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্রমঘন এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু ১ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:১১ পিএম, সেপ্টেম্বর ২৯, ২০২৪
শ্রমঘন এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু ১ অক্টোবর

ঢাকা: আগামী ১ অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হবে। শ্রমিকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

উপদেষ্টা বলেন, শ্রমিকদের ১৮ দফার সমাধান আমরা দিয়েছি। যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।

এ সময় শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমরা শ্রমিকদের সুখবর দিতে চাই। তাদের ১৮ দফার মধ্যে একটি বিশেষ দফা ছিল রেশনের বিষয়। তা নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১ তারিখ আশুলিয়ায় টিসিবির পণ্য শ্রমিকদের বিতরণের জন্য উদ্বোধন করব।  

তিনি বলেন, টিসিবির আওতায় এক কোটি পরিবারের মধ্যে অতিরিক্ত হিসেবে শ্রমঘন এলাকায় আমরা বাড়াব। উপদেষ্টা উপস্থিত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আমরা ৪০ লাখ শ্রমিককে পর্যায়ক্রমে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেব।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলাদেশ সময়: ৫:১১ পিএম, সেপ্টেম্বর ২৯, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।